শ্রমিক হোক বা ক্রেতা, জিনিসপত্রের দাম সবার জন্যেই বাড়ছে। ঠিক তেমনিই বেড়ে চলেছে সারা বিশ্বের তাপমাত্রা, চাপ পড়ছে আমাদের সাধের পৃথিবীর উপর। অথচ নিজের কর্মীদের সাহায্য করার জায়গায়, সমাজের বা গোটা পৃথিবীর সহায় হয়ে দাঁড়ানোর বদলে অ্যামাজন ব্যস্ত তাদেরকে শোষণ করতে।
শ্রমক্ষেত্রে অ্যামাজনের শোষণঃ আসল মাইনে ক্রমশই কমছে, অথচ এদিকে অ্যামাজনের ভাঁড়ারে রেকর্ড পরিমাণে টাকা ঢুকে চলেছে - শুধু ২০২২ এর দ্বিতীয়ার্ধেই তা পৌঁছে গেছে ১২১ বিলিয়ন ডলারে - আর তেমনি পাশাপাশি চলেছে তাদের ইউনিয়ন বিরোধী কার্যকলাপ;
সামাজিক ক্ষেত্রে অ্যামাজনের শোষণঃ গোটা ইউরোপে ২০২১ সালে অ্যামাজন এক পয়সাও আয়কর দেয়নি, বরং তার জায়গায় ৫৫ বিলিয়ন ইউরোর বিক্রির উপর এক বিলিয়ন ইউরো বাড়তি ধার পেয়েছে;
পরিবেশের উপর অ্যামাজনের শোষণঃ কার্বন নিঃসরণের পরিমাণ দেখাতে গিয়ে মোট বিক্রির মাত্র ১ শতাংশের হিসাব ধরা সত্ত্বেও ২০২১ এ অ্যামাজনের কার্বন ডাই অক্সাইড নির্গমন ১৮% বেড়েছে।
আমরা প্রত্যেকে শ্রমিক, নাগরিক। ভৌগলিক ভাবে, বা বিশ্ব অর্থনীতিতে আমাদের ভূমিকা কী সেই দিক থেকে আমরা নানা ভাগে বিভক্ত হতে পারি, কিন্তু অ্যামাজন যাতে ন্যায্য মাইনে, সঠিক পরিমাণে শুল্ক, আর পরিবেশের উপর তাদের কুপ্রভাবের জন্য যথার্থ ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়, সেই দাবিতে Make Amazon Pay আন্দোলনের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ।
অ্যামাজন টাকা দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু আমরা বাধ্য না করলে এক পয়সাও ঠেকাবে না।
তাই আগামী ২৫শে নভেম্বর, ২০২২ - ব্ল্যাক ফ্রাইডের দিন আমরা একসঙ্গে আন্দোলন করছি - দিনটাকে Make Amazon Pay ডে তে পরিণত করতে। আমাদের সঙ্গী হোন।
নিকটবর্তী এলাকায় কোনো কর্মসূচি দেখতে পাচ্ছেন না?
ব্ল্যাক ফ্রাইডের দিন ধর্মঘট আর বিক্ষোভকে সমর্থন করার জন্য যা যা লাগতে পারে সংগ্রহ করুন - লিফলেট, ব্যানার, পোস্টার, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেবার গ্রাফিক ইত্যাদি।
প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী একটি পরিবর্তিত পৃথিবীর স্বপ্ন নিয়ে প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ, সংগঠিত এবং সংহত করে তোলার কাজ করছে।
এই বিশ্বব্যাপী ইউনিয়ন সঙ্ঘটি বিশ্বের দ্রুততম বর্ধনশীল দক্ষতা ও পরিষেবা খাতে নিযুক্ত ১৫০টি দেশের ২ কোটিরও বেশি শ্রমিকদের প্রতিনিধিত্ব করে।
জার্মানি, পোল্যাণ্ড, স্পেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র সহ নানা দেশ থেকে সীমান্ত পেরিয়ে গড়ে ওঠা এই আন্তর্জাতিক জোটটি অ্যামাজনকে পরাস্ত করার জন্য সংগঠিত হয়েছে।
এই বিশ্বব্যাপী তৃণমূল স্তরের আন্দোলনটি জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে সাধারণ মানুষের নেতৃত্বাধীন পুনর্নবীকরণযোগ্য শক্তির ভিত্তিতে সমাজ গড়ে তোলবার কাজ করছে।
এই গবেষণা প্রতিষ্ঠানটি ন্যায্য ও মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে দাঁড়িয়ে তথ্যপ্রযুক্তি ও সমাজের সামনের সারি ব্যবহার করে জনমুখী, সরকারি নীতি বিষয়ে প্রাসঙ্গিক, ব্যবহারিক ও সহজলভ্য গবেষণা সরবরাহ করে।
অ্যালগরিদম ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ মানুষের ক্রিয়াকলাপকে অগ্রিম বুঝতে, বা মানুষের সিদ্ধান্তগ্রহণকে চালিত করতে ব্যবহৃত হয়। অ্যালগরিদম ওয়াচ এমন একটি গবেষণামূলক এবং ওকালতি সংস্থা যারা সামাজিকভাবে প্রাসঙ্গিক এরূপ যান্ত্রিক গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার উপর আলোকপাত করে।
আইটি/আইটিএস কর্মীদের কল্যাণে রত এই সংগঠনটি চাকরিক্ষেত্রে নিরাপত্তার অভাব, কর্মপরিসরে অতিরিক্ত চাপ, মহিলাদের জন্য নিরাপত্তাহীন ও প্রতিকূল কর্ম পরিস্থিতি, দীর্ঘ কাজের সময় জাতীয় নানা সমস্যার সমাধানের চেষ্টায় রত।
অ্যামাজন কর্মীদের এই সংস্থাটি পরিবেশবান্ধব নেতৃত্বের দাবি করে।Website
তৃণমূল স্তরের এই সংগঠনটি সামাজিক ন্যায় ও সকলের আত্মনিয়ন্ত্রণের অধিকার বিষয়ে কাজ করে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছুশ্রম, অভিবাসী এবং ডিজিটাল অধিকার গোষ্ঠীর এক তৃণমূল স্তরের জোট যা অ্যামাজনের মোকাবেলা করে যাচ্ছে।
বিশ্বায়নের পরিসরে সামাজিক, গণতান্ত্রিক এবং পরিবেশ সংক্রান্ত বিকল্প নিয়ে কাজ করে, এরকম একটি আন্তর্জাতিক আন্দোলনের নরওয়ে শাখা।
বিশ্বায়নের পরিসরে সামাজিক, গণতান্ত্রিক এবং পরিবেশ সংক্রান্ত বিকল্প নিয়ে কাজ করে, এরকম একটি আন্তর্জাতিক আন্দোলনের এটি ফরাসি শাখা।
এশিয়াব্যাপী ৫৪ টিরও বেশি আন্দোলন, ট্রেড ইউনিয়ন, আর তৃণমূল স্তরের গোষ্টীর একটি জোট।
Website
ব্যালান্সড ইকনমি প্রজেক্ট নতুন একটি আন্তর্জাতিক একচেটিয়া কারবার বিরোধী সংগঠন। এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের দেশগুলিতে কাজ করে।
Website
অ্যামাজনের শোষণ এবং বার্লিনের নগর কেন্দ্রে অর্থের বিনিময়ে কর্পোরেট মীমাংসার বিরুদ্ধে আন্দোলনকারী সমাজকর্মী, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের শ্রমিক, শিল্পী ও স্থানীয় বাসিন্দাদের একটি জোট।
নির্মাণ এবং তার সঙ্গে যুক্ত শিল্পক্ষেত্রের স্বাধীন ও গণতান্ত্রিক ইউনিয়নদের নিয়ে সংগঠিত এই সংঘটি ১৩৫ টি দেশের এক কোটি কুড়ি লক্ষ শ্রমিকের প্রতিনিধিত্ব করে।
একটি সংস্থা যা ক্রমবর্ধমান বাণিজ্যিকীকৃত, পর্দা-আসক্ত সংস্কৃতিতে শিশুদের বেড়ে ওঠায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং একমাত্র সংগঠন যা শিশুদের লক্ষ্য করে বিজ্ঞাপন বাণিজ্য বন্ধ করার জন্য নিবেদিত।
এই গবেষণা প্রতিষ্ঠানটি নীতিনির্ধারক, সমাজকর্মী, ও সাধারণ নাগরিকদের প্রয়োজনে সামাজিক, অর্থনৈতিক, ও পরিবেশগত ন্যায় বিষয়ক গবেষণা ও বিশ্লেষণ সরবরাহ করে।
এই আন্তর্জাতিক কর্পোরেট কর গবেষণা কেন্দ্রটি বিভিন্ন কর্পোরেটের প্রদেয় করের হিসাবের জট ছাড়িয়ে নানা তথ্য ও তার বিশ্লেষণ প্রকাশ করে।
এই বিশ্বব্যাপী জোটটি সারা দুনিয়ার বস্ত্রশিল্প আর খেলার উপকরণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের ক্ষমতায়ন ও তাদের অবস্থার উন্নতিকল্পে নিয়োজিত।
অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গণতান্ত্রিক মালিকানা সুনিশ্চিত করতে পারলে তা অর্থনৈতিক ব্যবস্থা কীভাবে এবং কার সুবিধার জন্য পরিচালিত হয় তা বদলে দিতে পারে। এই সংগঠনটি সেই বিষয়ের উপর জোর দেয়।
কর্পোরেশন আর তাদের লবিবাজরা ইউরোপিয়ান ইউনিয়নের নীতি নির্ধারণের ক্ষেত্রে যে অন্যায্য সুবিধা ভোগ করে, এই গবেষণামূলক ও আন্দোলনধর্মী প্রতিষ্ঠানটি তা মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করে।
সমাজকর্মী, সংগঠক ও গণিতজ্ঞদের এই আন্দোলনটিউপাত্ত বিজ্ঞান (data science) ব্যবহার করে কৃষ্ণাঙ্গ মানুষের জীবনে বাস্তব, সুনির্দিষ্ট পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ।
এই সংস্থাটি মানুষ যাতে তাদের তথ্য নিয়ে ঠিক কী হচ্ছে সে বিষয়ে মতামত রাখতে পারে এবং যে সমস্ত সংস্থা এইসব তথ্য নিয়ে কাজ করে তাদের নিয়মনীতি মেনে চলতে বাধ্য করতে পারে, সেই বিষয়ে কাজ করে।
মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে লক্ষ লক্ষ পরিবারের ঋণ বাতিল করার দাবিতে ও তাদের রক্ষার্থে গড়ে ওঠা একটি ঋণগ্রহীতা ইউনিয়ন।Website
দিয়েম২৫ একটি ইউরোপব্যাপী, প্রগতিশীল আন্দোলন যা ইউরোপীয় ইউনিয়নের সংহতি নষ্ট হওয়ার আগে তাকে গণতান্ত্রিক ভাবে গড়ে তোলার লক্ষ্যে নিবেদিত।
পুঁজিবাদ বিরোধ, বিশ্বায়ন বিরোধ, পরিমিত ভোগবাদ (responsible consumption), জনস্বার্থ আর পরিবেশবাদের উপর ভিত্তি করে সামাজিক আন্দোলন গড়ে তোলবার জন্য সমাজকর্মীদের একটি আন্দোলন।
শিক্ষকদের ট্রেড ইউনিয়নগুলির বিশ্বব্যাপী এই ইউনিয়ন সঙ্ঘটি ১৭৮ টি দেশ ও অধিগৃহীত এলাকায় ৩ কোটি ২৫ লক্ষ ট্রেড ইউনিয়ন সদস্যের প্রতিনিধিত্ব করে।
স্বাধীন ও গণতান্ত্রিক ট্রেড ইউনিয়নদের এই সংগঠনটি ইউরোপব্যাপী খাদ্য, কৃষি, ভ্রমণ ও গৃহশ্রম ক্ষেত্রের শ্রমিকদের প্রতিনিধিত্ব করে।
এই ইউনিয়ন সঙ্ঘটি সারা ইউরোপের অভিনেতা ও সঙ্গীতশিল্পীদের প্রতিনিধিত্ব করে।
এই স্বাধীন, অলাভজনক, উন্মুক্ত সদস্যপদযুক্ত সমবায় সংস্থাটি উপভোক্তারা যাতে অবহিত হয়ে সহজ, কার্যকরী সিদ্ধান্ত নিতে পারেন সেই লক্ষ্যে প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম ও সংস্থান সরবরাহ করে।
এশিয়াভিত্তিক সক্রিয় সংস্থা যা ন্যায় সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবর্তনের জন্য প্রয়োজনীয় বিশ্লেষণ এবং বিকল্প কাঠামো সরবরাহ করে।
উন্নত ও উন্নয়নশীল উভয় বিশ্বেই সামাজিক ও পরিবেশগত ন্যায়ের উপর ভিত্তি করে পরিবেশবান্ধব সমাজ স্থাপনের জন্য বিশ্ববন্ধু (Les Amis de la Terre) সংগ্রাম করে।
তরুণদের দ্বারা পরিচালিত এই অলাভজনক সংস্থাটি নানা ডিজিট্যাল কৌশল, পদ্ধতির ব্যবহার ও জোট গঠনের মাধ্যমে যেসমস্ত সমস্যা প্রান্তিক মানুষদের বেশি প্রভাবিত করে, সেই সমস্ত ক্ষেত্রে বাস্তব পরিবর্তন সাধনের কাজে নিয়োজিত।
এই আন্দোলনটি বহুজাতিক সংস্থার ক্ষমতাকে প্রশ্নের মুখে দাঁড় করাতে ও তাদের দায় এড়ানো বন্ধ করবার জন্য গড়ে ওঠা আড়াইশোরও বেশি সামাজিক আন্দোলন, নাগরিক সংগঠন ও ট্রেড ইউনিয়নের একটি জোট।
এই ফোরামটি সাপ্লাই চেনে শ্রম অধিকার লঙ্ঘনের জন্য বহুজাতিক কর্পোরেশনগুলির থেকে জবাবদিহি দাবি করে, কাজ ও ন্যায্য অভিবাসনের নীতিকে সমর্থন জানায়। পাশাপাশি, ফোরামটি শ্রমিক সমিতি ও শ্রমিকদের সংগঠিত হবার স্বাধীনতা ও সম্মিলিত দাবি জানানোর অধিকারের সপক্ষে লড়াই করে।
সামাজিক ন্যায় ও বন সংক্রান্ত নীতিতে বনবাসীদের অধিকার নিয়ে কাজ করে এরকম বিভিন্ন এনজিও আর আদিবাসী সংগঠনের একটি আন্তর্জাতিক জোট।
একটি প্রচারণামূলক সংস্থা যা বিশ্বব্যাপী পরিবেশগত সমস্যাগুলি প্রকাশ করে এবং সবুজ ও শান্তিপূর্ণ ভবিষ্যতের সমাধানের জন্য কাজ করে।
ভারতবর্ষের লক্ষ লক্ষ পথবিক্রেতাদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন।
পাকিস্তানব্যাপী এই আন্দোলনটি তৃণমূল স্তরে সংগঠন তৈরি ও চাপ সৃষ্টির মাধ্যমে মৌলিক অধিকার সুনিশ্চিত করার চেষ্টা করে।
এই সংস্থাটির লক্ষ্য এমন এক সমাজ, যেখানে ডিজিটাল প্রযুক্তি মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার এবং সমানাধিকার রক্ষায় অবদান রাখবে।
এই স্বাধীন ও প্রগতিশীল ট্রেড ইউনিয়নটি নিরাপত্তাহীন, প্রতিনিধিত্ব ও সংগঠনের অভাবে ভোগা ব্রিটেনের শ্রমশক্তির পাশে দাঁড়িয়ে বহুজাতিক সংস্থা ও তাদের অস্থায়ী চাকরিভিত্তিক অর্থনীতির বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত।
Website
এই আন্তর্জাতিক ইউনিয়ন সঙ্ঘটি ১৪০টি দেশের বিভিন্ন ক্ষেত্রের ৫ কোটি শ্রমিকের প্রতিনিধিত্ব করে, এবং বিশ্বব্যাপী শ্রমিক সংহতির মাধ্যমে বহুজাতিক কোম্পানিগুলির ক্ষমতাকে প্রশ্নের মুখে দাঁড় করায়।
সাংবাদিকদের ট্রেড ইউনিয়নগুলোর একটি বিশ্বব্যাপী ইউনিয়ন সঙ্ঘ, যা ১৪৬ টি দেশে ১৮৭ টি সংগঠনের ৬ লক্ষেরও বেশি গণমাধ্যমকর্মীদের প্রতিনিধিত্ব করে।
এই সঙ্ঘটি ৩৩২ টি জাতীয় সহযোগী প্রতিষ্ঠানে ২০ কোটি শ্রমিকের প্রতিনিধিত্ব করে, এবং ট্রেড ইউনিয়নগুলির মধ্যে আন্তর্জাতিক স্তরে সহযোগিতা নির্মাণ, বিশ্বব্যাপী প্রচার এবং বৃহৎ প্রতিষ্ঠানগুলির মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে শ্রমিকদের অধিকার এবং স্বার্থকে সুরক্ষিত করে।
আইটিএফ সারা বিশ্বের পরিবহন ইউনিয়নগুলির মধ্যে কার্যকরী সংহতি রক্ষা করে, এবং ১৪৭ টি দেশের ১ কোটি ৮০ লক্ষেরও বেশি পরিবহন শ্রমিকের প্রতিনিধিত্ব করে।
এই ইউনিয়নটি বিশ্বব্যাপী এক কোটিরও বেশি শ্রমিকের প্রতিনিধিত্ব করে, এবং কৃষিক্ষেত্র, কারখানা থেকে শুরু করে হোটেল, রেস্তোঁরা, ফাস্ট ফুড চেন - খাদ্যশৃঙ্খলের সমস্ত শ্রমিকের সপক্ষে সংগ্রামে নিয়োজিত।
ভারতের প্রায় সকল বড় ব্যবসায়ী, শ্রমিক এবং কৃষক সংঘের প্রতিনিধিত্বকারী এই সমিতিটি ভারতের ডিজিটাল পরিসরকে দখল করার জন্য বৃহৎ প্রযুক্তি সংস্থাগুলির প্রচেষ্টা প্রতিহত করার জন্য সংগ্রাম করছে।
নাগরিক সমাজের সদস্যদের এই বিশ্বব্যাপী জোটটি এক উন্মুক্ত,সুলভ, ন্যায়সঙ্গত এবং সমতার ভিত্তিতে নির্মিত ইন্টারনেটের জন্য নিবেদিত।
Website
বিশ্বব্যাপী পোশাক শিল্পে শ্রমিকদের অবস্থার উন্নতি সংকল্পে আর শ্রমিকদের ক্ষমতায়নের লক্ষ্যে এই আন্দোলনটি নিয়োজিত।Website
লিবেনাউয়ের এই উদ্যোগটি এলাকার জন্য পরিবেশ-বান্ধব এবং মানবদরদী উন্নয়নের কাজে নিয়োজিত।
এই সংগঠনটি কৃষিশ্রমিকদের ক্ষমতায়নের কাজে নিয়োজিত এবং পাশাপাশি শ্রমিকদের নিয়ে অর্থনৈতিক সুবিচার ও মানবাধিকার বিষয়ক আন্দোলন সংগঠনে জড়িত।
এই জোটটি ফ্যাশান শোয়ের র্যাম্প থেকে কারখানা অবধি ফ্যাশান দুনিয়ার সমস্ত স্তরে ন্যায্য বিচার, সমান সুযোগ, এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারের দাবির সঙ্গে জড়িত।
এই গণ আন্দোলনটি যৌথ ক্ষমতা, তথ্যপ্রযুক্তি এবং নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে ব্রিটেনের লেবার দল, সমাজ, এবং সর্বোপরি গোটা ব্রিটেনকে সার্বজনীন স্বার্থের পন্থী করে তোলবার লক্ষ্যে কাজ করে।Website
এই অলাভজনক সংস্থাটি সরকারি সংস্থার সঙ্গে আলাপ আলোচনার ক্ষেত্রে কেপটাউনের অবজার্ভেটরি এলাকার মানুষের প্রতিনিধিত্ব করে।
এই উদ্যোগটি মিডিয়া ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কর্পোরেটের থেকে অধিক দায়িত্বশীলতার দাবি জানায়।
আমাদের বিপ্লব মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রগতিশীল প্রতিনিধিত্ব রাখবার লক্ষ্যে নিয়োজিত। পাশাপাশি, সংগঠনটি যেমনি ক্ষমতার কেন্দ্রে, তেমনি গণপরিসরে শক্তিশালী তৃণমূল স্তরের আন্দোলন গড়ে তুলে প্রকৃত পরিবর্তন আনবার চেষ্টা করে।
যে সমস্ত অসাম্য মানুষকে দারিদ্র্য পেরিয়ে উঠে আসা থেকে আটকে রাখে, সেই সব বৈষম্য মোকাবেলায় গড়ে ওঠা একটি বিশ্বব্যাপী আন্দোলন।
পার্ক আন্তর্জাতিক সামাজিক ও অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠায় নিবেদিত একটি অলাভজনক সংগঠন। ১৯৭৩ সাল থেকে আমরা মূলত এশীয় প্রশান্তমহাসাগরীয় এলাকার দেশগুলিতে জনগণের সংগ্রামের সাথে সংহতি নির্মাণ করতে জাপানের বিভিন্ন গণ আন্দোলনের সাথে কাজ করে যাচ্ছি।
Website
প্রশান্তমহাসাগরীয় এলাকার জনগণের অর্থনৈতিক আত্মনির্ধারণের অধিকারকে রক্ষা ও উৎসাহিত করতে গঠিত এক বিকল্প সংগঠন
Website
এই উদ্যোগটি (পূর্বতন নাম National Economic and Social Rights Initiative) এমন এক বিশ্বের আশা রাখে যেখানে সব মানুষ সম্মান পাবেন, কারোর দৈনন্দিন চাহিদার অভাব থাকবে না, এবং প্রত্যেকেই তাঁদের মধ্যেকার নিহিত সম্ভাবনার পূর্ণ প্রকাশ ঘটাতে পারবেন।
Website
এই সংগঠনটির লক্ষ্য গণতন্ত্রের রক্ষা, মানুষের মর্যাদার জন্য লড়াই, আর যে সমস্ত প্রতিষ্ঠান জনস্বার্থ বিরোধী কাজ করে তাদের কাজের খতিয়ানের দাবি করা।
পাঁচ লক্ষেরও বেশি সদস্যযুক্ত এই অলাভজনক উপভোক্তা সহায়ক সংস্থাটি গণতন্ত্র রক্ষা ও কর্পোরেট ক্ষমতা প্রতিরোধ করতে কাজ করে এবং পাশাপাশি সরকার যাতে কর্পোরেটের পরিবর্তে সাধারণ মানুষের জন্য কাজ করে তা সুনিশ্চিত করার চেষ্টা করে।
মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার এবং সরকারী সেবায় সার্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করতে নিবেদিত এই বিশ্বব্যাপী ট্রেড ইউনিয়ন সঙ্ঘটি ১৬৩ টি দেশে ২ কোটিরও বেশি গণ পরিষেবা কর্মীর প্রতিনিধিত্ব করে।
ফ্যাশান প্রেমী, নারীবাদী, আর পরিবেশবিদদের এই সংগঠনটি পরিবেশ আর মানুষের উপর ফ্যাশান দুনিয়ার খারাপ প্রভাব পাল্টানোর লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে।
ইতালিতে শুরু হওয়া এই স্বাধীন উদ্যোগটি নাগরিক সমাজকে একত্রিত করে গণ অংশগ্রহনের মাধ্যমে একটি "গ্রীন নিউ ডিল"-এর দাবির সপক্ষে প্রচার করে।
ইউরোপ এবং বিশ্বব্যাপী সামাজিক ন্যায়বিচারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ২৯ টি দেশের ৬০ টিরও বেশি সদস্য সংস্থার এই জোটটি সংহতি, সাম্য এবং যৌথ অংশগ্রহণের সম্মিলিত মূল্যবোধ দ্বারা পরিচালিত।
এই গবেষণা কেন্দ্রটি ব্যবহারিক গবেষণার মাধ্যমে বিভিন্ন বহুজাতিক সংস্থার প্রকৃত ক্ষমতা এবং প্রভাব জনসমক্ষে আনবার কাজ করে।Website
মার্কিন যুক্তরাষ্ট্রে তরুণদের এই আন্দোলনটি জলবায়ু পরিবর্তন বন্ধ করতে এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।
শুল্ক ও আর্থিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে গবেষণা, বিশ্লেষণ এবং সহায়তার জন্য গড়ে ওঠা এই স্বাধীন আন্তর্জাতিক জোটটি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর কায়েমি স্বার্থগোষ্ঠীগুলিকে সরাসরি প্রশ্নের মুখে দাঁড় করায়।
এই আফ্রিকাব্যাপী গবেষণা ও ওকালতি সংগঠনটি অবৈধ অর্থ প্রবাহ রোধে এবং প্রগতিশীল কর কাঠামোর প্রচলনের জন্য কাজ করে।
Website
এটি নানা ওলন্দাজ নাগরিক প্রতিষ্ঠান আর ট্রেড ইউনিয়নের সংগঠন যা বিশ্বজুড়ে ন্যায্য করব্যবস্থা আর বিভিন্ন কোম্পানি এবং সরকারের কাছ থেকে স্বচ্ছতার দাবি জানিয়ে আসছে।
এই সংস্থাটি ব্রিটেনে প্রগতিশীল ও কার্যকরী করব্যবস্থা নির্মাণের জন্য আন্দোলন করে।
Website
এমন একটি সংস্থা যা ‘গ্রিন নিউ ডিল’ জোটের সম্প্রসারণের মাধ্যমে বহুমুখী পরিবেশ আন্দোলনকে আরো জোরদার করার কাজে রত।Website
এই আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানটি ন্যায্য, গণতান্ত্রিক ও পরিবেশবান্ধব এক বিশ্ব গড়ে তোলার লক্ষ্য নিয়ে নানা সামাজিক আন্দোলন, বিদ্বজ্জন ও নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনায় নিয়োজিত।
এটি তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের শ্রমিক, শ্রম ও নানা সামাজিক আন্দোলনের সংগঠক এবং তাদের মিত্রদের একটি জোট।
অস্ট্রেলীয় ইউনিয়ন আন্দোলনের আন্তর্জাতিক এই শাখাটি দক্ষিণ পূর্ব এশিয়া, প্রশান্তমহাসাগরীয় অঞ্চল, মধ্যপ্রাচ্য, এবং আফ্রিকার দক্ষিণে মোট তেরোটি এলাকায় সামাজিক আন্দোলনের সহায়তাকল্পে ও ইউনিয়নের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে।
Website
দারিদ্র্যবিরোধী এই দাতব্য সংস্থাটি উন্নয়নশীল বিশ্বে সামাজিক আন্দোলন এবং ব্রিটেনে প্রচার আন্দোলনের মাধ্যমে দারিদ্র্য, বৈষম্য এবং অবিচারের মূল উৎসগুলিকে প্রশ্নের মুখে দাঁড় করানোর কাজ করে।
দেড় শতাধিক প্রাদেশিক স্থানীয় সংস্থার এই সংগঠনটি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সঙ্গে জড়িত সমস্ত সংগঠনকে একত্রিত করে।Website