Make Amazon Pay

শ্রমিক হোক বা ক্রেতা, জিনিসপত্রের দাম সবার জন্যেই বাড়ছে। ঠিক তেমনিই বেড়ে চলেছে সারা বিশ্বের তাপমাত্রা, চাপ পড়ছে আমাদের সাধের পৃথিবীর উপর। অথচ নিজের কর্মীদের সাহায্য করার জায়গায়, সমাজের বা গোটা পৃথিবীর সহায় হয়ে দাঁড়ানোর বদলে অ্যামাজন ব্যস্ত তাদেরকে শোষণ করতে।


শ্রমক্ষেত্রে অ্যামাজনের শোষণঃ
আসল মাইনে ক্রমশই কমছে, অথচ এদিকে অ্যামাজনের ভাঁড়ারে রেকর্ড পরিমাণে টাকা ঢুকে চলেছে - শুধু ২০২২ এর দ্বিতীয়ার্ধেই তা পৌঁছে গেছে ১২১ বিলিয়ন ডলারে - আর তেমনি পাশাপাশি চলেছে তাদের ইউনিয়ন বিরোধী কার্যকলাপ;


সামাজিক ক্ষেত্রে অ্যামাজনের শোষণঃ গোটা ইউরোপে ২০২১ সালে অ্যামাজন এক পয়সাও আয়কর দেয়নি, বরং তার জায়গায় ৫৫ বিলিয়ন ইউরোর বিক্রির উপর এক বিলিয়ন ইউরো বাড়তি ধার পেয়েছে;


পরিবেশের উপর অ্যামাজনের শোষণঃ কার্বন নিঃসরণের পরিমাণ দেখাতে গিয়ে মোট বিক্রির মাত্র ১ শতাংশের হিসাব ধরা সত্ত্বেও ২০২১ এ অ্যামাজনের কার্বন ডাই অক্সাইড নির্গমন ১৮% বেড়েছে।

আমরা প্রত্যেকে শ্রমিক, নাগরিক। ভৌগলিক ভাবে, বা বিশ্ব অর্থনীতিতে আমাদের ভূমিকা কী সেই দিক থেকে আমরা নানা ভাগে বিভক্ত হতে পারি, কিন্তু অ্যামাজন যাতে ন্যায্য মাইনে, সঠিক পরিমাণে শুল্ক, আর পরিবেশের উপর তাদের কুপ্রভাবের জন্য যথার্থ ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়, সেই দাবিতে Make Amazon Pay আন্দোলনের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ।

অ্যামাজন টাকা দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু আমরা বাধ্য না করলে এক পয়সাও ঠেকাবে না।

Black Friday November 25

তাই আগামী ২৫শে নভেম্বর, ২০২২ - ব্ল্যাক ফ্রাইডের দিন আমরা একসঙ্গে আন্দোলন করছি - দিনটাকে Make Amazon Pay ডে তে পরিণত করতে। আমাদের সঙ্গী হোন।

আপনার এলাকায় কোন প্রতিবাদ বা ধর্মঘট হচ্ছে সে সম্পর্কে জানুনঃ

নিকটবর্তী এলাকায় কোনো কর্মসূচি দেখতে পাচ্ছেন না?

নিজেই শুরু করুন

বাকিদেরকে জানান।

ব্ল্যাক ফ্রাইডের দিন ধর্মঘট আর বিক্ষোভকে সমর্থন করার জন্য যা যা লাগতে পারে সংগ্রহ করুন - লিফলেট, ব্যানার, পোস্টার, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেবার গ্রাফিক ইত্যাদি।

জোটের সদস্যরা

Progressive International Logo

Progressive International

প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী একটি পরিবর্তিত পৃথিবীর স্বপ্ন নিয়ে প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ, সংগঠিত এবং সংহত করে তোলার কাজ করছে।

Website


Uni Global Logo

UNI Global Union

 

এই বিশ্বব্যাপী ইউনিয়ন সঙ্ঘটি বিশ্বের দ্রুততম বর্ধনশীল দক্ষতা ও পরিষেবা খাতে নিযুক্ত ১৫০টি দেশের ২ কোটিরও বেশি শ্রমিকদের প্রতিনিধিত্ব করে।

Website


Amazon Workers International

জার্মানি, পোল্যাণ্ড, স্পেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র সহ নানা দেশ থেকে সীমান্ত পেরিয়ে গড়ে ওঠা এই আন্তর্জাতিক জোটটি অ্যামাজনকে পরাস্ত করার জন্য সংগঠিত হয়েছে।

Website


350 org logo

350.org

এই বিশ্বব্যাপী তৃণমূল স্তরের আন্দোলনটি জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে সাধারণ মানুষের নেতৃত্বাধীন পুনর্নবীকরণযোগ্য শক্তির ভিত্তিতে সমাজ গড়ে তোলবার কাজ করছে।

Website


Aapti Institute, India

এই গবেষণা প্রতিষ্ঠানটি ন্যায্য ও মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে দাঁড়িয়ে তথ্যপ্রযুক্তি ও সমাজের সামনের সারি ব্যবহার করে জনমুখী, সরকারি নীতি বিষয়ে প্রাসঙ্গিক, ব্যবহারিক ও সহজলভ্য গবেষণা সরবরাহ করে।

Website


Algorithm Watch Logo

Algorithm Watch

অ্যালগরিদম ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ মানুষের ক্রিয়াকলাপকে অগ্রিম বুঝতে, বা মানুষের সিদ্ধান্তগ্রহণকে চালিত করতে ব্যবহৃত হয়। অ্যালগরিদম ওয়াচ এমন একটি গবেষণামূলক এবং ওকালতি সংস্থা যারা সামাজিকভাবে প্রাসঙ্গিক এরূপ যান্ত্রিক গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার উপর আলোকপাত করে।

Website


All India IT and ITeS Employees' Union

আইটি/আইটিএস কর্মীদের কল্যাণে রত এই সংগঠনটি চাকরিক্ষেত্রে নিরাপত্তার অভাব, কর্মপরিসরে অতিরিক্ত চাপ, মহিলাদের জন্য নিরাপত্তাহীন ও প্রতিকূল কর্ম পরিস্থিতি, দীর্ঘ কাজের সময় জাতীয় নানা সমস্যার সমাধানের চেষ্টায় রত।

Website


Amazon Employees for Climate Justice

অ্যামাজন কর্মীদের এই সংস্থাটি পরিবেশবান্ধব নেতৃত্বের দাবি করে।Website


Arab Resource & Organizing Center Logo

Arab Resource & Organizing Center

তৃণমূল স্তরের এই সংগঠনটি সামাজিক ন্যায় ও সকলের আত্মনিয়ন্ত্রণের অধিকার বিষয়ে কাজ করে।

Website


Athena Coalition

মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছুশ্রম, অভিবাসী এবং ডিজিটাল অধিকার গোষ্ঠীর এক তৃণমূল স্তরের জোট যা অ্যামাজনের মোকাবেলা করে যাচ্ছে।

Website


Attac Norway Logo

Attac Norway

বিশ্বায়নের পরিসরে সামাজিক, গণতান্ত্রিক এবং পরিবেশ সংক্রান্ত বিকল্প নিয়ে কাজ করে, এরকম একটি আন্তর্জাতিক আন্দোলনের নরওয়ে শাখা।

Website


Attac France Logo

Attac France

বিশ্বায়নের পরিসরে সামাজিক, গণতান্ত্রিক এবং পরিবেশ সংক্রান্ত বিকল্প নিয়ে কাজ করে, এরকম একটি আন্তর্জাতিক আন্দোলনের এটি ফরাসি শাখা।

Website


Asian Peoples Movement on Debt and Development

এশিয়াব্যাপী ৫৪ টিরও বেশি আন্দোলন, ট্রেড ইউনিয়ন, আর তৃণমূল স্তরের গোষ্টীর একটি জোট।

Website


Balanced Economy Project Logo

Balanced Economy Project

ব্যালান্সড ইকনমি প্রজেক্ট নতুন একটি আন্তর্জাতিক একচেটিয়া কারবার বিরোধী সংগঠন। এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের দেশগুলিতে কাজ করে।
Website


Berlin vs. Amazon

অ্যামাজনের শোষণ এবং বার্লিনের নগর কেন্দ্রে অর্থের বিনিময়ে কর্পোরেট মীমাংসার বিরুদ্ধে আন্দোলনকারী সমাজকর্মী, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের শ্রমিক, শিল্পী ও স্থানীয় বাসিন্দাদের একটি জোট।

Website


Building and Wood Worker’s International

নির্মাণ এবং তার সঙ্গে যুক্ত শিল্পক্ষেত্রের স্বাধীন ও গণতান্ত্রিক ইউনিয়নদের নিয়ে সংগঠিত এই সংঘটি ১৩৫ টি দেশের এক কোটি কুড়ি লক্ষ শ্রমিকের প্রতিনিধিত্ব করে।

Website


Campaign for a Commercial-Free Childhood

একটি সংস্থা যা ক্রমবর্ধমান বাণিজ্যিকীকৃত, পর্দা-আসক্ত সংস্কৃতিতে শিশুদের বেড়ে ওঠায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং একমাত্র সংগঠন যা শিশুদের লক্ষ্য করে বিজ্ঞাপন বাণিজ্য বন্ধ করার জন্য নিবেদিত।

Website


Canadian Centre for Policy Alternatives Logo

Canadian Centre for Policy Alternatives

এই গবেষণা প্রতিষ্ঠানটি নীতিনির্ধারক, সমাজকর্মী, ও সাধারণ নাগরিকদের প্রয়োজনে সামাজিক, অর্থনৈতিক, ও পরিবেশগত ন্যায় বিষয়ক গবেষণা ও বিশ্লেষণ সরবরাহ করে।

Website


Centre for International Corporate Tax Accountability and Research

এই আন্তর্জাতিক কর্পোরেট কর গবেষণা কেন্দ্রটি বিভিন্ন কর্পোরেটের প্রদেয় করের হিসাবের জট ছাড়িয়ে নানা তথ্য ও তার বিশ্লেষণ প্রকাশ করে।

Website


Clean Clothes Campaign Logo

Clean Clothes Campaign

এই বিশ্বব্যাপী জোটটি সারা দুনিয়ার বস্ত্রশিল্প আর খেলার উপকরণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের ক্ষমতায়ন ও তাদের অবস্থার উন্নতিকল্পে নিয়োজিত।

Website


Common Wealth Logo

Common Wealth

অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গণতান্ত্রিক মালিকানা সুনিশ্চিত করতে পারলে তা অর্থনৈতিক ব্যবস্থা কীভাবে এবং কার সুবিধার জন্য পরিচালিত হয় তা বদলে দিতে পারে। এই সংগঠনটি সেই বিষয়ের উপর জোর দেয়।

Website


Corporate Europe Observatory Logo

Corporate Europe Observatory

কর্পোরেশন আর তাদের লবিবাজরা ইউরোপিয়ান ইউনিয়নের নীতি নির্ধারণের ক্ষেত্রে যে অন্যায্য সুবিধা ভোগ করে, এই গবেষণামূলক ও আন্দোলনধর্মী প্রতিষ্ঠানটি তা মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করে।

Website


Data for Black Lives

সমাজকর্মী, সংগঠক ও গণিতজ্ঞদের এই আন্দোলনটিউপাত্ত বিজ্ঞান (data science) ব্যবহার করে কৃষ্ণাঙ্গ মানুষের জীবনে বাস্তব, সুনির্দিষ্ট পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

Website


Datavakbond Logo

Datavakbond

এই সংস্থাটি মানুষ যাতে তাদের তথ্য নিয়ে ঠিক কী হচ্ছে সে বিষয়ে মতামত রাখতে পারে এবং যে সমস্ত সংস্থা এইসব তথ্য নিয়ে কাজ করে তাদের নিয়মনীতি মেনে চলতে বাধ্য করতে পারে, সেই বিষয়ে কাজ করে।

Website


Debt Collective Logo

Debt Collective

মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে লক্ষ লক্ষ পরিবারের ঋণ বাতিল করার দাবিতে ও তাদের রক্ষার্থে গড়ে ওঠা একটি ঋণগ্রহীতা ইউনিয়ন।Website


Democracy in Europe Movement 2025

দিয়েম২৫ একটি ইউরোপব্যাপী, প্রগতিশীল আন্দোলন যা ইউরোপীয় ইউনিয়নের সংহতি নষ্ট হওয়ার আগে তাকে গণতান্ত্রিক ভাবে গড়ে তোলার লক্ষ্যে নিবেদিত।

Website


Ecoar Logo

ECOAR

পুঁজিবাদ বিরোধ, বিশ্বায়ন বিরোধ, পরিমিত ভোগবাদ (responsible consumption), জনস্বার্থ আর পরিবেশবাদের উপর ভিত্তি করে সামাজিক আন্দোলন গড়ে তোলবার জন্য সমাজকর্মীদের একটি আন্দোলন।

Website


Education International Logo

Education International

শিক্ষকদের ট্রেড ইউনিয়নগুলির বিশ্বব্যাপী এই ইউনিয়ন সঙ্ঘটি ১৭৮ টি দেশ ও অধিগৃহীত এলাকায় ৩ কোটি ২৫ লক্ষ ট্রেড ইউনিয়ন সদস্যের প্রতিনিধিত্ব করে।

Website


EFFAT Logo

EFFAT (European Federation of Trade Unions in the Food, Agriculture and Tourism)

স্বাধীন ও গণতান্ত্রিক ট্রেড ইউনিয়নদের এই সংগঠনটি ইউরোপব্যাপী খাদ্য, কৃষি, ভ্রমণ ও গৃহশ্রম ক্ষেত্রের শ্রমিকদের প্রতিনিধিত্ব করে।

Website


European Arts and Entertainment Alliance Logo

European Arts and Entertainment Alliance

এই ইউনিয়ন সঙ্ঘটি সারা ইউরোপের অভিনেতা ও সঙ্গীতশিল্পীদের প্রতিনিধিত্ব করে।

Website


Ethical Consumer

এই স্বাধীন, অলাভজনক, উন্মুক্ত সদস্যপদযুক্ত সমবায় সংস্থাটি উপভোক্তারা যাতে অবহিত হয়ে সহজ, কার্যকরী সিদ্ধান্ত নিতে পারেন সেই লক্ষ্যে প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম ও সংস্থান সরবরাহ করে।

Website


Focus on the Global South Logo

Focus on the Global South

এশিয়াভিত্তিক সক্রিয় সংস্থা যা ন্যায় সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবর্তনের জন্য প্রয়োজনীয় বিশ্লেষণ এবং বিকল্প কাঠামো সরবরাহ করে।

Website


Friends of the Earth France

উন্নত ও উন্নয়নশীল উভয় বিশ্বেই সামাজিক ও পরিবেশগত ন্যায়ের উপর ভিত্তি করে পরিবেশবান্ধব সমাজ স্থাপনের জন্য বিশ্ববন্ধু (Les Amis de la Terre) সংগ্রাম করে।

Website


Gen-Z for Change Logo

Gen-Z for Change

তরুণদের দ্বারা পরিচালিত এই অলাভজনক সংস্থাটি নানা ডিজিট্যাল কৌশল, পদ্ধতির ব্যবহার ও জোট গঠনের মাধ্যমে যেসমস্ত সমস্যা প্রান্তিক মানুষদের বেশি প্রভাবিত করে, সেই সমস্ত ক্ষেত্রে বাস্তব পরিবর্তন সাধনের কাজে নিয়োজিত।

Website


Stop Corporate Impunity Logo

Global Campaign to Reclaim Peoples Sovereignty, Dismantle Corporate Power and Stop Impunity

এই আন্দোলনটি বহুজাতিক সংস্থার ক্ষমতাকে প্রশ্নের মুখে দাঁড় করাতে ও তাদের দায় এড়ানো বন্ধ করবার জন্য গড়ে ওঠা আড়াইশোরও বেশি সামাজিক আন্দোলন, নাগরিক সংগঠন ও ট্রেড ইউনিয়নের একটি জোট।

Website


International Labor Rights Logo

Global Labor Justice - International Labor Rights Forum

এই ফোরামটি সাপ্লাই চেনে শ্রম অধিকার লঙ্ঘনের জন্য বহুজাতিক কর্পোরেশনগুলির থেকে জবাবদিহি দাবি করে, কাজ ও ন্যায্য অভিবাসনের নীতিকে সমর্থন জানায়। পাশাপাশি, ফোরামটি শ্রমিক সমিতি ও শ্রমিকদের সংগঠিত হবার স্বাধীনতা ও সম্মিলিত দাবি জানানোর অধিকারের সপক্ষে লড়াই করে।

Website


Global Forest Coalition Logo

Global Forest Coalition

সামাজিক ন্যায় ও বন সংক্রান্ত নীতিতে বনবাসীদের অধিকার নিয়ে কাজ করে এরকম বিভিন্ন এনজিও আর আদিবাসী সংগঠনের একটি আন্তর্জাতিক জোট।

Website


greenpeace logo

Greenpeace

একটি প্রচারণামূলক সংস্থা যা বিশ্বব্যাপী পরিবেশগত সমস্যাগুলি প্রকাশ করে এবং সবুজ ও শান্তিপূর্ণ ভবিষ্যতের সমাধানের জন্য কাজ করে।

Website


Hawkers Joint Action Committee Logo

Hawkers Joint Action Committee

ভারতবর্ষের লক্ষ লক্ষ পথবিক্রেতাদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন।


HKM Logo

HKM

পাকিস্তানব্যাপী এই আন্দোলনটি তৃণমূল স্তরে সংগঠন তৈরি ও চাপ সৃষ্টির মাধ্যমে মৌলিক অধিকার সুনিশ্চিত করার চেষ্টা করে।

Twitter


IT for Change Logo

IT for Change

এই সংস্থাটির লক্ষ্য এমন এক সমাজ, যেখানে ডিজিটাল প্রযুক্তি মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার এবং সমানাধিকার রক্ষায় অবদান রাখবে।

Website


Independent Workers of Great Britain Logo

Independent Workers Union of Great Britain

এই স্বাধীন ও প্রগতিশীল ট্রেড ইউনিয়নটি নিরাপত্তাহীন, প্রতিনিধিত্ব ও সংগঠনের অভাবে ভোগা ব্রিটেনের শ্রমশক্তির পাশে দাঁড়িয়ে বহুজাতিক সংস্থা ও তাদের অস্থায়ী চাকরিভিত্তিক অর্থনীতির বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত।
Website


Industriall Logo

IndustriAll

এই আন্তর্জাতিক ইউনিয়ন সঙ্ঘটি ১৪০টি দেশের বিভিন্ন ক্ষেত্রের ৫ কোটি শ্রমিকের প্রতিনিধিত্ব করে, এবং বিশ্বব্যাপী শ্রমিক সংহতির মাধ্যমে বহুজাতিক কোম্পানিগুলির ক্ষমতাকে প্রশ্নের মুখে দাঁড় করায়।

Website


International Federation of Journalists Logo

International Federation of Journalists

সাংবাদিকদের ট্রেড ইউনিয়নগুলোর একটি বিশ্বব্যাপী ইউনিয়ন সঙ্ঘ, যা ১৪৬ টি দেশে ১৮৭ টি সংগঠনের ৬ লক্ষেরও বেশি গণমাধ্যমকর্মীদের প্রতিনিধিত্ব করে।

Website


International Trade Union Confederation Logo

International Trade Union Confederation

এই সঙ্ঘটি ৩৩২ টি জাতীয় সহযোগী প্রতিষ্ঠানে ২০ কোটি শ্রমিকের প্রতিনিধিত্ব করে, এবং ট্রেড ইউনিয়নগুলির মধ্যে আন্তর্জাতিক স্তরে সহযোগিতা নির্মাণ, বিশ্বব্যাপী প্রচার এবং বৃহৎ প্রতিষ্ঠানগুলির মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে শ্রমিকদের অধিকার এবং স্বার্থকে সুরক্ষিত করে।

Website


International Transport Workers Federation Logo

International Transport Workers' Federation

আইটিএফ সারা বিশ্বের পরিবহন ইউনিয়নগুলির মধ্যে কার্যকরী সংহতি রক্ষা করে, এবং ১৪৭ টি দেশের ১ কোটি ৮০ লক্ষেরও বেশি পরিবহন শ্রমিকের প্রতিনিধিত্ব করে।

Website


International Union of Food Agricultural Hotel Restaurant Logo

International Union of Food, Agricultural, Hotel, Restaurant, Catering, Tobacco and Allied Workers' Associations

এই ইউনিয়নটি বিশ্বব্যাপী এক কোটিরও বেশি শ্রমিকের প্রতিনিধিত্ব করে, এবং কৃষিক্ষেত্র, কারখানা থেকে শুরু করে হোটেল, রেস্তোঁরা, ফাস্ট ফুড চেন - খাদ্যশৃঙ্খলের সমস্ত শ্রমিকের সপক্ষে সংগ্রামে নিয়োজিত।

Website


Join Action Committee Against Foreign Commerce Logo

Joint Action Committee against Foreign Retail and E-commerce (India)

ভারতের প্রায় সকল বড় ব্যবসায়ী, শ্রমিক এবং কৃষক সংঘের প্রতিনিধিত্বকারী এই সমিতিটি ভারতের ডিজিটাল পরিসরকে দখল করার জন্য বৃহৎ প্রযুক্তি সংস্থাগুলির প্রচেষ্টা প্রতিহত করার জন্য সংগ্রাম করছে।

Website


Just Net Coalition Logo

Just Net Coalition

নাগরিক সমাজের সদস্যদের এই বিশ্বব্যাপী জোটটি এক উন্মুক্ত,সুলভ, ন্যায়সঙ্গত এবং সমতার ভিত্তিতে নির্মিত ইন্টারনেটের জন্য নিবেদিত।

Website


Labour Behind the Label Logo

Labour Behind the Label

বিশ্বব্যাপী পোশাক শিল্পে শ্রমিকদের অবস্থার উন্নতি সংকল্পে আর শ্রমিকদের ক্ষমতায়নের লক্ষ্যে এই আন্দোলনটি নিয়োজিত।Website


Lebenswertes Liebenau Logo

Lebenswertes Liebenau

লিবেনাউয়ের এই উদ্যোগটি এলাকার জন্য পরিবেশ-বান্ধব এবং মানবদরদী উন্নয়নের কাজে নিয়োজিত।

Website


Migrant Justice

এই সংগঠনটি কৃষিশ্রমিকদের ক্ষমতায়নের কাজে নিয়োজিত এবং পাশাপাশি শ্রমিকদের নিয়ে অর্থনৈতিক সুবিচার ও মানবাধিকার বিষয়ক আন্দোলন সংগঠনে জড়িত।

Website


Model Alliance Logo

Model Alliance

এই জোটটি ফ্যাশান শোয়ের র‍্যাম্প থেকে কারখানা অবধি ফ্যাশান দুনিয়ার সমস্ত স্তরে ন্যায্য বিচার, সমান সুযোগ, এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারের দাবির সঙ্গে জড়িত।

Website


Momentum Logo

Momentum

এই গণ আন্দোলনটি যৌথ ক্ষমতা, তথ্যপ্রযুক্তি এবং নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে ব্রিটেনের লেবার দল, সমাজ, এবং সর্বোপরি গোটা ব্রিটেনকে সার্বজনীন স্বার্থের পন্থী করে তোলবার লক্ষ্যে কাজ করে।Website


Observatory Civic Association Logo

Observatory Civic Association

এই অলাভজনক সংস্থাটি সরকারি সংস্থার সঙ্গে আলাপ আলোচনার ক্ষেত্রে কেপটাউনের অবজার্ভেটরি এলাকার মানুষের প্রতিনিধিত্ব করে।

Website


Open Mic Logos

Open Mic

এই উদ্যোগটি মিডিয়া ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কর্পোরেটের থেকে অধিক দায়িত্বশীলতার দাবি জানায়।

Website


Our Revolution Logo

Our Revolution

আমাদের বিপ্লব মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রগতিশীল প্রতিনিধিত্ব রাখবার লক্ষ্যে নিয়োজিত। পাশাপাশি, সংগঠনটি যেমনি ক্ষমতার কেন্দ্রে, তেমনি গণপরিসরে শক্তিশালী তৃণমূল স্তরের আন্দোলন গড়ে তুলে প্রকৃত পরিবর্তন আনবার চেষ্টা করে।

Website


Oxfam Logo

Oxfam

যে সমস্ত অসাম্য মানুষকে দারিদ্র্য পেরিয়ে উঠে আসা থেকে আটকে রাখে, সেই সব বৈষম্য মোকাবেলায় গড়ে ওঠা একটি বিশ্বব্যাপী আন্দোলন।

Website


Pacific Asia Resource Center Logo

Pacific Asia Resource Center

পার্ক আন্তর্জাতিক সামাজিক ও অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠায় নিবেদিত একটি অলাভজনক সংগঠন। ১৯৭৩ সাল থেকে আমরা মূলত এশীয় প্রশান্তমহাসাগরীয় এলাকার দেশগুলিতে জনগণের সংগ্রামের সাথে সংহতি নির্মাণ করতে জাপানের বিভিন্ন গণ আন্দোলনের সাথে কাজ করে যাচ্ছি।
Website


Pacific Network on Globalisation

প্রশান্তমহাসাগরীয় এলাকার জনগণের অর্থনৈতিক আত্মনির্ধারণের অধিকারকে রক্ষা ও উৎসাহিত করতে গঠিত এক বিকল্প সংগঠন
Website


Partners for Dignity & Rights Logo

Partners for Dignity & Rights

এই উদ্যোগটি (পূর্বতন নাম National Economic and Social Rights Initiative) এমন এক বিশ্বের আশা রাখে যেখানে সব মানুষ সম্মান পাবেন, কারোর দৈনন্দিন চাহিদার অভাব থাকবে না, এবং প্রত্যেকেই তাঁদের মধ্যেকার নিহিত সম্ভাবনার পূর্ণ প্রকাশ ঘটাতে পারবেন।
Website


Pay Up Fashion Logo

#PayUp Campaign

২০২০ সালের মার্চ মাসে কোভিড-১৯ অতিমারির মুখে ফ্যাশান ইণ্ডাস্ট্রি ইতিমধ্যেই পাঠানো অর্ডারের পারিশ্রমিক দিতে অস্বীকার করে। এই ভয়াবহ সিদ্ধান্তের বিরুদ্ধে #PayUp আন্দোলন গড়ে ওঠে।

Website


Privacy International Logo

Privacy International

এই সংগঠনটির লক্ষ্য গণতন্ত্রের রক্ষা, মানুষের মর্যাদার জন্য লড়াই, আর যে সমস্ত প্রতিষ্ঠান জনস্বার্থ বিরোধী কাজ করে তাদের কাজের খতিয়ানের দাবি করা।

Website


Public Citizen Logo

Public Citizen

পাঁচ লক্ষেরও বেশি সদস্যযুক্ত এই অলাভজনক উপভোক্তা সহায়ক সংস্থাটি গণতন্ত্র রক্ষা ও কর্পোরেট ক্ষমতা প্রতিরোধ করতে কাজ করে এবং পাশাপাশি সরকার যাতে কর্পোরেটের পরিবর্তে সাধারণ মানুষের জন্য কাজ করে তা সুনিশ্চিত করার চেষ্টা করে।

Website


Public Services International Logo

Public Services International

মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার এবং সরকারী সেবায় সার্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করতে নিবেদিত এই বিশ্বব্যাপী ট্রেড ইউনিয়ন সঙ্ঘটি ১৬৩ টি দেশে ২ কোটিরও বেশি গণ পরিষেবা কর্মীর প্রতিনিধিত্ব করে।

Website


Remake Logo

Remake

ফ্যাশান প্রেমী, নারীবাদী, আর পরিবেশবিদদের এই সংগঠনটি পরিবেশ আর মানুষের উপর ফ্যাশান দুনিয়ার খারাপ প্রভাব পাল্টানোর লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে।

Website


Rinascimento Green Logo

Rinascimento Green

ইতালিতে শুরু হওয়া এই স্বাধীন উদ্যোগটি নাগরিক সমাজকে একত্রিত করে গণ অংশগ্রহনের মাধ্যমে একটি "গ্রীন নিউ ডিল"-এর দাবির সপক্ষে প্রচার করে।

Website


Solidar Logo

SOLIDAR

ইউরোপ এবং বিশ্বব্যাপী সামাজিক ন্যায়বিচারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ২৯ টি দেশের ৬০ টিরও বেশি সদস্য সংস্থার এই জোটটি সংহতি, সাম্য এবং যৌথ অংশগ্রহণের সম্মিলিত মূল্যবোধ দ্বারা পরিচালিত।

Website


Somo Logo

SOMO

এই গবেষণা কেন্দ্রটি ব্যবহারিক গবেষণার মাধ্যমে বিভিন্ন বহুজাতিক সংস্থার প্রকৃত ক্ষমতা এবং প্রভাব জনসমক্ষে আনবার কাজ করে।Website


Sunrise Logo

Sunrise Movement

মার্কিন যুক্তরাষ্ট্রে তরুণদের এই আন্দোলনটি জলবায়ু পরিবর্তন বন্ধ করতে এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Website


Szkigra Logo

Szikra Mozgalom

এই রাজনৈতিক সংগঠনটি সামাজিক ও পরিবেশগত বিষয় নিয়ে কাজ করে।

Website


Tax Justice Network Logo

Tax Justice Network

শুল্ক ও আর্থিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে গবেষণা, বিশ্লেষণ এবং সহায়তার জন্য গড়ে ওঠা এই স্বাধীন আন্তর্জাতিক জোটটি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর কায়েমি স্বার্থগোষ্ঠীগুলিকে সরাসরি প্রশ্নের মুখে দাঁড় করায়।

Website


Tax Justice Network Africa Logo

Tax Justice Network Africa

এই আফ্রিকাব্যাপী গবেষণা ও ওকালতি সংগঠনটি অবৈধ অর্থ প্রবাহ রোধে এবং প্রগতিশীল কর কাঠামোর প্রচলনের জন্য কাজ করে।
Website


Tax Justice NL Logo

Tax Justice NL

এটি নানা ওলন্দাজ নাগরিক প্রতিষ্ঠান আর ট্রেড ইউনিয়নের সংগঠন যা বিশ্বজুড়ে ন্যায্য করব্যবস্থা আর বিভিন্ন কোম্পানি এবং সরকারের কাছ থেকে স্বচ্ছতার দাবি জানিয়ে আসছে।

Website


Tax Justice UK Logo

Tax Justice UK

এই সংস্থাটি ব্রিটেনে প্রগতিশীল ও কার্যকরী করব্যবস্থা নির্মাণের জন্য আন্দোলন করে।
Website


The Leap Logo

The Leap

এমন একটি সংস্থা যা ‘গ্রিন নিউ ডিল’ জোটের সম্প্রসারণের মাধ্যমে বহুমুখী পরিবেশ আন্দোলনকে আরো জোরদার করার কাজে রত।Website


Transnational Institute Logo

The Transnational Institute

এই আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানটি ন্যায্য, গণতান্ত্রিক ও পরিবেশবান্ধব এক বিশ্ব গড়ে তোলার লক্ষ্য নিয়ে নানা সামাজিক আন্দোলন, বিদ্বজ্জন ও নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনায় নিয়োজিত।

Website


Tech Workers Coalition Logo

Tech Workers Coalition

এটি তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের শ্রমিক, শ্রম ও নানা সামাজিক আন্দোলনের সংগঠক এবং তাদের মিত্রদের একটি জোট।

Website


Union Aid Abroad Logo

Union Aid Abroad - APHEDA

অস্ট্রেলীয় ইউনিয়ন আন্দোলনের আন্তর্জাতিক এই শাখাটি দক্ষিণ পূর্ব এশিয়া, প্রশান্তমহাসাগরীয় অঞ্চল, মধ্যপ্রাচ্য, এবং আফ্রিকার দক্ষিণে মোট তেরোটি এলাকায় সামাজিক আন্দোলনের সহায়তাকল্পে ও ইউনিয়নের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে।
Website


War on Want Logo

War on Want

দারিদ্র্যবিরোধী এই দাতব্য সংস্থাটি উন্নয়নশীল বিশ্বে সামাজিক আন্দোলন এবং ব্রিটেনে প্রচার আন্দোলনের মাধ্যমে দারিদ্র্য, বৈষম্য এবং অবিচারের মূল উৎসগুলিকে প্রশ্নের মুখে দাঁড় করানোর কাজ করে।

Website


Worker-driven Social Responsability Network Logo

Worker-driven Social Responsability Network

২০১৫ সালে বিভিন্ন শ্রম সংগঠন, তাদের মিত্র এবং উপদেষ্টারা একসঙ্গে এই জোটটি তৈরি করেন। এই জোটের লক্ষ্য সারা বিশ্বের সাপ্লাই চেনের ক্ষেত্রে এই মডেলটির প্রয়োগ এবং বর্ধন।

Website


Working Peoples Charter Logo

Workings Peoples' Charter

দেড় শতাধিক প্রাদেশিক স্থানীয় সংস্থার এই সংগঠনটি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সঙ্গে জড়িত সমস্ত সংগঠনকে একত্রিত করে।Website